এসএসসি পরীক্ষার রেজাল্ট ৩০ ডিসেম্বরঃ শিক্ষামন্ত্রী |
অনলাইনে ডেস্কঃ এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর সম্মতি দেওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী বলেন, ৩০ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন। ফলাফল তৈরির কাজ শেষ, এখন শুধু প্রকাশের অপেক্ষা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ উদ্বোধনের দিন পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী।
এর আগে, ২৩ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশের জন্য প্রস্তাব করে আন্ত:শিক্ষা বোর্ড। তবে, ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় ৩০ ডিসেম্বর ফল প্রকাশের প্রস্তুতি নেয় বোর্ড।
ফল প্রকাশের বিষয়ে গত রবিবার আন্ত:শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেছিলেন, আমরা প্রকাশের জন্য সার্বিকভাবে প্রস্তুত। প্রধানমন্ত্রী সম্মতি দিলে যেকোনো দিন তারিখ নির্ধারণ করা যেতে পারে। প্রধানমন্ত্রী অনানুষ্ঠািকভাবে ৩০ তারিখের কথা বলেছেন বলে জানতে পেরেছি।
করোনার কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় সাড়ে ৮ মাস পরে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল ২২ লাখের ও বেশি।
প্রধানমন্ত্রী উদ্বোধনের পর শিক্ষার্থীরা ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।
-শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link