সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৯৫.২৬

এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ ফলাফল প্রকাশ

এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৯৫.২৬
এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২২ ফলাফল প্রকাশ, গড় পাসের হার ৯৫.২৬


অনলাইন ডেস্ক :: ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এইবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৯৫.২৬। 


আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) এই ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। আজ দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল হস্তান্তর করা হয়। আজ প্রধানমন্ত্রী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন। পরে শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিস্তারিত সংবাদমাধ্যমকে জানান।


এইবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন শিক্ষার্থী।

করোনা ভাইরাসের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। 


এইচএসসির ফল জানা যাবে যেভাবে 

মোবাইল এর মাধ্যমে এইচএসসি এর রেজাল্ট দেখার নিয়ম:

আপনি মোবাইল এসএমএস এর মাধ্যমে এইচএসসি এর রেজাল্ট জানতে পারবেন। রেজাল্ট প্রকাশের দিন মোবাইল থেকে এইচএমএস পাঠানোর মাধ্যমে এইচএসসি এর রেজাল্ট জানা যাবে। নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে 

  • প্রথমে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে HSC
  • তারপর স্পেস দিবেন।
  • এরপর বোর্ডের নামের তিনটি অক্ষর টাইপ করতে হবে।

          যেমন: রাজশাহী বোর্ড হলে হবে - RAJ

  •  তারপর আবার স্পেস দিবেন।
  • এরপর রোল নম্বর লিখতে হবে।
  • এরপর আবার আরেকটা স্পেস দিতে হবে। 
  • এরপর 2021 টাইপ করতে হবে 
  • এরপর এসএমএস টি পাঠাতে হবে 16222 নম্বরে।

        উদাহরণ: HSC<SPACE>DHK<SPACE>12345678

সকল বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর :

  • ঢাকা বোর্ড - DHK
  • কুমিল্লা বোর্ড - COM
  • চট্টগ্রাম বোর্ড - CHI
  • রাজশাহী বোর্ড - RAJ
  • যশোর বোর্ড - JES
  • বরিশাল বোর্ড - BAR
  • সিলেট বোর্ড - SYL
  • দিনাজপুর বোর্ড - DIN
  • টেকনিক্যাল বোর্ড - TEC
  • মাদ্রাসা বোর্ড - MAD 

অনলাইনে এইচএসসি ফলাফল জানার পদ্ধতি:

এসএসসি পরীক্ষা ২০২১ এর ফলাফল দেখবেন যেভাবে, বিস্তারিত দেখুন

  • প্রথমে এই ওয়েবসাইটে ভিজিট করুন - www.educationboardresults.gov.bd
  • আপনার পরীক্ষার নাম নির্বাচন করুন 
  • আপনার পরীক্ষার সন নির্বাচন করুন   
  • আমার বোর্ডের নাম নির্বাচন করুন 
  • আপনার এইচএসসি রোল নম্বর দিন 
  • আপনার রেজিস্ট্রেশন নম্বর দিন  
  • এর নিচের বক্সে গণিত সমাধান করুন  

        যেমন: 8+2=10 

    অবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন।

-শিক্ষার খবর ডট কম 



Post a Comment

0 Comments