সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

প্রাথমিক (৫ম শ্রেণির) বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২ pdf(বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান)

প্রাথমিক (৫ম শ্রেণির) বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২ pdf( Primary britti exam suggestion-2022 pdf)

প্রাথমিক (৫ম শ্রেণির) বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২ pdf(বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান)
প্রাথমিক (৫ম শ্রেণির) বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২ pdf(বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান)


প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী শুভেচ্ছা নিও। তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৩ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষার একটি নির্দেশনা পত্র জারি করেছে ইতিমধ্যে। এই ডিসেম্বর মাসের ৩০ তারিখে তোমাদের বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলা সদরে হবে এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর ২০ শতাংশ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। এতদিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেওয়া হতো। যেহেতু সমাপনী পরীক্ষা বাদ দেওয়া হয়েছে, তাই বিকল্প হিসেবে প্রায় এক যুগ পর পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। 

তোমরা ৫ম শ্রেণির যে বিষয়ে পড়াশোনা করেছ, সে বিষয়ের মধ্যে থেকেই প্রশ্ন করা হবে। কি কি বিষয়ে কত নম্বর প্রশ্ন হবে তাই ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান এই চার বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।  প্রতিটি বিষয় ২৫ নম্বর করে বরাদ্দ থাকবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা পরীক্ষা হবে। সময় থাকবে ১ ঘন্টা।

এখন তোমাদের কাজ হল মানসিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া। তোমরা সারা বছরই শ্রেণিতে ও বাসায় বিষয়গুলো পড়েছ। বার্ষিক পরীক্ষা অংশ নিয়েছ, তাই প্রস্তুতি কিন্তু তোমরা নেওয়া আছেই। এখন শুধু প্রয়োজন ভালো করে সঠিক নিয়মে রিভিশন দেওয়া।

আমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির সুবিধার্থে বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ন সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এই গুলো তোমাদের কাজে আসবে। বৃত্তি পরীক্ষার সময় প্রায় এসে গেছে। তাই এখন খুব মনোযোগ দিয়ে পড়তে হবে।

প্রাথমিক (৫ম শ্রেণির) বৃত্তি পরীক্ষার সাজেশন ২০২২ pdf( Primary britti exam suggestion-2022 pdf)

শিক্ষার সব খবর সবার আগে জানতে শিক্ষার খবর ডট কম এর সাথেই থাকুন। 


Post a Comment

0 Comments