সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-১ সংখ্যার গল্প ২০২৩। Class 6 Math solution pdf 2023। ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান ২০২৩

৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-১ সংখ্যার গল্প  ২০২৩। Class 6 Math solution 2023।

৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-১ সংখ্যার গল্প  ২০২৩। Class 6 Math solution pdf 2023। 


    প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণির নতুন শিক্ষাক্রমের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই জানো, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অন্যান্য বইয়ের সাথে ষষ্ঠ শ্রেণির জন্য নতুন গণিত পাঠ্যপুস্তকটিও অনুমোদন করেছে। গণিত পাঠ্যপুস্তকটি তৈরির সময় দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যথা—

    ১. চারপাশের পরিচিত পরিবেশের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করে হাতে–কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান এবং

    ২. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারার সুযোগ সৃষ্টি করা।

    প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে ষষ্ঠ শ্রেণির নতুন বই ২০২৩ এভ অনুসারে প্রথম অধ্যায় সংখ্যার গল্প এর সমাধান দেয়া হলো। কোন কিছু বাদ গেলে বা জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

    এই অধ্যায়ে ট্যালির গণনা, রোমান সংখ্যার গণনা, ঘড়ির সময় গণনা, বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন সংবলিত সমস্যার সমাধান হয়েছে।

    শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং বাস্তব উপকরণের মাধ্যমে বিভিন্ন গাণিতিক ধারণা লাভ করতে পারা এবং গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরী। এ ধারণা গাণিতিক সমাধানের ক্ষেত্রে সহায়ক হবে। সেসব বিষয় সম্পর্কে ভালোভাবে জানার জন্য নিচে দেওয়া হলো-

    ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান ২০২৩ pdf

    ১। অঙ্ক কী?

    উত্তর: সংখ্যা প্রকাশের সাংকেতিক চিহ্নকে অঙ্ক বলা হয়। যেমন: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এসব প্রতীককে সংখ্যাও বলা হয়।

    ২। অঙ্ক কয়টি?

    উত্তর: ১০টি। যথা: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯।

    ৩। সার্থক অঙ্ক কয়টি?

    উত্তর: ৯টি। যথা: ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

    ৪। শূন্য কী?

    উত্তর: শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বা সংখ্যা বলা হয়। শূন্য (০)–কে সহকারী বা ইংরেজিতে auxilary বলা হয়।

    ৫। সংখ্যা কী?

    উত্তর: এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে যা গঠিত হয়, তাকে সংখ্যা বলে। যেমন: ১, ২, ৫, ১০, ২৫, ১২৩ ইত্যাদি।

    ৬। কোন গণিতবিদ সংখ্যা তৈরির পদ্ধতি বের করেছিলেন?

    উত্তর: ভারতীয় উপমহাদেশের গণিতবিদ আর্য ভট্ট।

    ৭। সংখ্যাগুলোর স্বকীয় বা নিজস্ব মান কত?

    উত্তর: শূন্য, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়।

    ৮। অঙ্কপাতন কী?

    উত্তর: ৯ অপেক্ষা বড় সব সংখ্যাই দু্ই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়। কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনে ১০টি প্রতীকই ব্যবহার করা হয়। যেমন: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

    ৯। স্থানীয় মান কী?

    উত্তর: সংখ্যায় ব্যবহৃত কোনো অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে, তাকে ওই অঙ্কের স্থানীয় মান বলা হয়।

    ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-১ সংখ্যার গল্প pdf

    অনুশীলনীর সমস্যাবলিঃ


    ১) পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে চার অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো।


    ক) ২, ৮, ৭, ৪


    খ) ৯, ৭, ৪, ১


    গ) ৪, ৭, ৫, ০


    ঘ) ১, ৭, ৬, ২


    ঙ) ৫, ৪, ০, ২


    সমাধানঃ


    ক) ২, ৮, ৭, ৪


    বৃহত্তম সংখ্যাঃ ৮৭৪২


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ২৪৭৮


    খ) ৯, ৭, ৪, ১


    বৃহত্তম সংখ্যাঃ ৯৭৪১


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ১৪৭৯


    গ) ৪, ৭, ৫, ০


    বৃহত্তম সংখ্যাঃ ৭৫৪০


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ৪০৫৭


    ঘ) ১, ৭, ৬, ২


    বৃহত্তম সংখ্যাঃ ৭৬২১


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ১২৬৭


    ঙ) ৫, ৪, ০, ২


    বৃহত্তম সংখ্যাঃ ৫৪২০


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ২০৪৫


    ২) যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো।


    ক) ৩, ৮, ৭

    খ) ৯, ০, ৫

    গ) ০, ৪, ৯

    ঘ) ৮, ৫, ১


    সমাধানঃ


    ক) ৩, ৮, ৭


    বৃহত্তম সংখ্যাঃ ৮৮৭৩  [এখানে দুইবার ব্যবহৃত অংক ৮]


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ৩৩৭৮ [এখানে দুইবার ব্যবহৃত অংক ৩]


    খ) ৯, ০, ৫


    বৃহত্তম সংখ্যাঃ ৯৯৫০ [এখানে দুইবার ব্যবহৃত অংক ৫]


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ৫০০৯ [এখানে দুইবার ব্যবহৃত অংক ০]


    গ) ০, ৪, ৯


    বৃহত্তম সংখ্যাঃ ৯৯৪০ [এখানে দুইবার ব্যবহৃত অংক ৯]


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ৪০০৯ [এখানে দুইবার ব্যবহৃত অংক ০]


    ঘ) ৮, ৫, ১


    বৃহত্তম সংখ্যাঃ ৮৮৫১ [এখানে দুইবার ব্যবহৃত অংক ৮]


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ১১৫৮ [এখানে দুইবার ব্যবহৃত অংক ১]


    ৩) নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো।


    ক) ৭ অঙ্কটি এককের স্থানে থাকবে।


    সমাধানঃ


    বৃহত্তম সংখ্যাঃ ৯৮৬৭


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ১০২৭


    খ) ৪ অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে।


    সমাধানঃ


    বৃহত্তম সংখ্যাঃ ৯৮৪৭


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ১০৪২


    গ) ৯ অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে।


    সমাধানঃ


    বৃহত্তম সংখ্যাঃ ৮৯৭৬


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ১৯০২


    ঘ) ১ অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে।


    সমাধানঃ


    বৃহত্তম সংখ্যাঃ ১৯৮৭


    ক্ষুদ্রতম সংখ্যাঃ ১০২৩



    আরও দেখুন-

    ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সকল অধ্যায়ের সমাধান pdf ২০২৩ 



    শিক্ষার খবর ডট কম এ ষষ্ঠ শ্রেণির গণিত বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান ধারাবাহিকভাবে দেওয়া হবে। সকল আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।




    Tag: ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান, ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ১ম অধ্যায়, ৬ষ্ঠ শ্রেণির গণিত সংখ্যার গল্প সমাধান, ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২০২৩, ষষ্ঠ শ্রেণির গণিত সংখ্যার গল্প সমাধান ২০২৩, ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান pdf, ষষ্ঠ শ্রেণির গণিত বই এর সমাধান, ৬ষ্ঠ শ্রেণীর গণিত বই pdf ২০২৩, class 6 math solution pdf, class 6 math solution 1st chapter pdf , class six math solution pdf 2023

    Post a Comment

    0 Comments