সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৫ দৈর্ঘ্য মাপি ২০২৩। Class 6 Math solution pdf 2023। ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান ২০২৩

৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৫ দৈর্ঘ্য মাপি ২০২৩। Class 6 Math solution pdf 2023

৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৫ দৈর্ঘ্য মাপি ২০২৩। Class 6 Math solution pdf 2023। ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান ২০২৩
৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সমাধান অধ্যায়-৫ দৈর্ঘ্য মাপি ২০২৩। Class 6 Math solution pdf 2023। ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান ২০২৩


    প্রিয় শিক্ষার্থীরা, শিক্ষার খবর ওয়েবসাইটে সবাইকে স্বাগতম। তোমরা নিশ্চয়ই জানো, ২০২৩ শিক্ষাবর্ষ থেকে ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অন্যান্য বইয়ের সাথে ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর জন্য নতুন গণিত বইটিও অনুমোদন করেছে।


    এবারের গণিত পাঠ্যপুস্তকটি তৈরির সময় দুটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যথা 

    ১. চারপাশের পরিচিত পরিবেশের বস্তু ও ঘটনা পর্যবেক্ষণ করে হাতে কলমে কাজের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান এবং

    ২. দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে গাণিতিক দক্ষতা ব্যবহার করতে পারার সুযোগ সৃষ্টি করা।


    ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান অধ্যায়-৫ দৈর্ঘ্য মাপি ২০২৩ pdf


    দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজের সাথেই আমাদের মাপ-জোখ করতে হয়। তোমরা বাজারে গিয়ে যখন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস যেমন: চাল, ডাল, তেল, লবণ, চিনি, রশি, বৈদ্যুতিক তার ইত্যাদি ক্রয় করো তখন দোকানদার তোমার চাহিদামতো জিনিসগুলো মেপে দেন।

    আর এই মাপ-জোখের বিষয়টাকেই আমরা পরিমাপ বলে থাকি। তোমরা খেয়াল করে দেখবে যে, দোকানদার সকল ধরনের জিনিসপত্র একভাবে মাপেন না। যেমন: চাল, ডাল মাপের ক্ষেত্রে যে যন্ত্র ব্যবহার করেন, দড়ি বা বৈদ্যুতিক তার মাপার সময় ঐ যন্ত্রটি ব্যবহার করেন না। কোন কিছু কতখানি লম্বা বা চওড়া – এসব মাপার জন্য আমরা দৈর্ঘ্য পরিমাপক ব্যবহার করি। আর এই সকল পরিমাপকের এককের সাথে তুলনা করেই আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম জিনিসের দৈর্ঘ্য মেপে থাকি। 


    আজ আমরা এই দৈর্ঘ্য মাপি অধ্যায়ে প্রদত্ত অনুশীলনীর সমস্যাবলির সমাধান করব।


    প্রিয় শিক্ষার্থীআমরা এখানে ষষ্ঠ শ্রেণির নতুন বই ২০২৩ এর অনুসারে অধ্যায়-৫ দৈর্ঘ্য মাপি এর সমাধান দেয়া হলো। কোন কিছু বাদ গেলে বা জানা থাকলে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল।

    ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণির গণিত সমাধান ২০২৩ pdf

    ১। নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত?


    সমাধানঃ

    ক) স্কেল বরাবর পেন্সিলের অবস্থান থেকে পেন্সিলের অগ্রভাগের অবস্থান হলো ২.৮ সেমি এর ঘরে।

    খ) এবং পেন্সিলের পছনের প্রান্তের অবস্থান হলো ১১.৯ সেমি এর ঘরে।

    গ) তাহলে পেন্সিলটির দৈর্ঘ্য হলোঃ (১১.৯ – ২.৮) সেমি = ৯.১ সেমি।


    ২। চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার?



    সমাধানঃ

    ক) চিত্রে স্কেলটি একটি সেন্টিমিটার স্কেল যেখানে প্রতি ১০ সেন্টিমিটারের অংশ ৫ ভাগে বিভক্ত করা আছে। সেই হিসাবে প্রতি ক্ষুদ্রতম অংশের মাপ হলো ১০/৫ সেমি = ২ সেমি।

    খ) গিটারের অবস্থান অনুসারে এর পিছনের প্রান্তের অবস্থান স্কেলের (২ ও ৩ ঘরের মাঝে) অর্থাৎ ২.৫ ঘরে অবস্থিত। তাহলে ২.৫ ঘরের মাপ হলো ২.৫×২ সেমি = ৫ সেমি।

    গ) একইভাবে গিটারের অগ্রভাগের অবস্থান পেন্সিলের (৭০+৩.৫×২) সেমিতে = ৭৭ সেমিতে।

    ঘ) তাহলে গিটারের দৈর্ঘ্য = (৭৭ – ৫) সেমি = ৭২ সেমি = ৭২/১০০ মিটার = ০.৭২ মিটার [১০০ সেমি = ১ মিটার বলে]।


    ৩। নিচের কোন লাইনটি বড়? অনুমান করো। এবার (ক) ও (খ) লাইন দুইটি সেন্টিমিটারে মেপে তোমার অনুমান যাচাই করো।


    সমাধানঃ

    নিজে চেষ্টা কর।

    [সেন্টিমিটার স্কেল নিয়ে ক চিত্রের লাইনের এক প্রান্তে স্কেলের ০ কে স্থাপন করে অপর প্রান্ত পর্যন্ত সমান্তরালভাবে স্কেলটি স্থাপন করে স্কেলের মাপ নাও। একইভাবে খ এর দৈর্ঘ্যও মাপ। এবং অতঃপর ক ও খ এ দৈর্ঘ্যের তুলনা দাও।]


    ৪। নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো। তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্য টিকে সেন্টিমিটারে প্রকাশ করো।

    সমাধানঃ

    মরিচটির পেছনের প্রান্ত স্কেলের ০ বরাবর অবস্থিত এবং সামনের প্রান্ত ৬ হতে ৭.৫ ঘর বরাবর অবস্থিত।

    অর্থাৎ, মরিচটির দৈর্ঘ্য ৬ সেমি ৭.৫ মিমি

    এখন,

    ৬ সেমি ৭.৫ মিমি

    =  সেমি + ৭.৫/১০ সেমি [১০ মিমি = ১ সেমি বলে]

    = ৬ সেমি + ০.৭৫ সেমি

    = ৬.৭৫ সেমি

    আবার,

    ৬ সেমি ৭.৫ মিমি

    = ৬×১০ মিমি +৭.৫ মিমি  [১০ মিমি = ১ সেমি বলে]

    = ৬০ মিমি +৭.৫ মিমি

    = ৬৭.৫ মিমি

    আর্থাৎ, মরিচটির দৈর্ঘ্য ৬.৭৫ সেমি বা ৬৭.৫ মিমি

    আবার,

    ৬৭.৫ মিমি

    = ৬৭.৫/১০ সেমি  [১০ মিমি = ১ সেমি বলে]

    = ৬.৭৫ সেমি [মিলি হতে সেমিতে প্রকাশ করা হলো]


    ৫। শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিকর্ষি ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ষষ্ঠ শ্রেণির ৫ জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো:

    ক) অতিক্রান্ত দূরত্বগুলোকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করো।

    খ) কোন তিনজন শিক্ষার্থী বিজয় মঞ্চের ১ম, ২য় ও ৩য় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে?

    সমাধানঃ

    (ক) অতিক্রান্ত দূরত্বকে মিটার ও সেন্টিমিটারে প্রকাশ করা হলোঃ

    উল্লেখ্য, ১ মিটার = ১০০ সেন্টিমিটার।

    (খ) ক হতে সেন্টিমিটারের দূরত্বগুলো তুলনা করে পাই,

    ৪৫০ সেমি > ৪০৫ সেমি > ৩৮০ সেমি > ৩৫০ সেমি > ৩০৮ সেমি

    বা, ৪.৫০ মি > ৪.০৫ মি > ৩.৮০ মি > ৩.৫০ মি > ৩.০৮ মি

    এখন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাফে মনিকা চাকমা ৪.৫০ মি, সুবর্ণা রায় ৪.০৫ মি ও আদিবা ৩.৮০ মিটার অতিক্রম করে।

    অর্থাৎ, মনিকা চাকমা, সুবর্ণা রায় এবং আদিবা যথাক্রমে বিজয় মঞ্চের ১ম, ২য় ও ৩য় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে?


    ৬। নিচের চিত্রের মতো শিখাসহ তিনটি ভিন্ন উচ্চতার তিনটি মোমবাতির ছবি আঁকো। তোমার আঁকা ছবি তিনটি মেপে নিচের ছকটি পূরণ করো।



    সমাধানঃ

    নিজে চেষ্টা কর।

    ৭। সেন্টিমিটার বা ইঞ্চি স্কেল দ্বারা একটি মার্বেলের ব্যাস সেন্টিমিটার ও ইঞ্চিতে পরিমাপ করো।

    সমাধানঃ

    নিজে চেষ্টা কর।

    ৮। দূরত্বের পাজল : নিচের ছবি দেখে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো।


    (ক) বাড়ি থেকে কোন কোন পথে বাজারে যাওয়া যায়? প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খজেুঁ বের করো।

    (খ) নদীর ঘাট থেকে কোন কোন পথে হাসপাতালে যাওয়া যায়? প্রতিটি পথের দূরত্ব নির্ণয় করে সবচেয়ে কম দূরত্বের পথ খজেুঁ বের করো।

    সমাধানঃ

    (ক) বাড়ি থেকে বাজারে দুইটি পথে যাওয়া যায়। পথ দুটি হলোঃ

    - নদীর ঘাটের পাশের রাস্তা ও

    - হাসপাতাল ও বিদ্যালয়ের পাশের রাস্তা।

    বাড়ি থেকে বাজারের দূরত্ব নির্ণয়ঃ

    নদীর ঘাটের পাশের রাস্তার দূরত্ব

    = বাড়ী হতে নদীর ঘাটের দূরত্ব + নদীর ঘাট হতে বাজারের দূরত্ব

    = ১০৬০০ মিটার + ৮৪০০ মিটার

    = ১৯০০০ মিটার

    হাসপাতাল ও বিদ্যালয়ের পাশের রাস্তার দূরত্বঃ

    = বাড়ি হতে হাসপাতালের দূরত্ব + হাসপাতাল হতে বিদ্যালয়ের দূরত্ব + বিদ্যালয় হতে বাজারের দূরত্ব

    = ১০ কিমি + ৬০০ মি + ১২ কিমি

    = ১০০০০ মিটার + ৬০০ মিটার + ১২০০০ মিটার

    = ২২৬০০ মিটার

    এখন, ১৯০০০ মিটার < ২২৬০০ মিটার

    অর্থাৎ, নদীর ঘাটের পাশের রাস্তার দূরত্ব কম।

    (খ) নদীর ঘাট থেকে হাসপাতালে দুইটি পথে যাওয়া যায়। পথ দুটি হলোঃ

    - বাড়ির পাশের রাস্তা ও

    - বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তা।

    নদীর ঘাট হতে হাসপাতালের দূরত্ব নির্ণয়ঃ

    বাড়ির পাশের রাস্তার দূরত্ব

    = নদীর ঘাট হতে বাড়ির দূরত্ব + বাড়ি হতে হাসপাতালের দূরত্ব

    = ১০৬০০ মিটার + ১০ কিমি

    = ১০৬০০ মিটার + ১০০০০ মিটার

    = ২০৬০০ মিটার

    বাজার ও বিদ্যালয়ের পাশের রাস্তার দূরত্বঃ

    = নদীর ঘাট হতে বাজারের দূরত্ব + বাজার হতে বিদ্যালয়ের দূরত্ব + বিদ্যালয় হতে হাসপাতালের দূরত্ব

    = ৮৪০০ মিটার + ১২ কিমি + ৬০০ মিটার

    = ৮৪০০ মিটার + ১২০০০ মিটার + ৬০০ মিটার

    = ২১০০০ মিটার

    এখন, ২০৬০০ মিটার < ২১০০০ মিটার

    অর্থাৎ, বাড়ির পাশের রাস্তার দূরত্ব কম।


    আরও দেখুন-

    ৬ষ্ঠ(ষষ্ঠ) শ্রেণীর গণিত সকল অধ্যায়ের সমাধান pdf ২০২৩ 


     

    Tag: ষষ্ঠ শ্রেণির গণিত সমাধান৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ৫ম অধ্যায়৬ষ্ঠ শ্রেণির গণিত দৈর্ঘ্য মাপি সমাধান৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২০২৩ষষ্ঠ শ্রেণির গণিত দৈর্ঘ্য মাপি সমাধান ২০২৩৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান pdf, ষষ্ঠ শ্রেণির গণিত বই এর সমাধান৬ষ্ঠ শ্রেণীর গণিত বই pdf ২০২৩, class 6 math solution pdf, class 6 math solution 5th chapter pdf , class six math solution pdf 2023

    Post a Comment

    0 Comments