নতুন বই হাতে শিক্ষার্থীরা |
অনলাইনে ডেস্কঃ নতুন বছর ২০২২ সালে প্রাক - প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর ও ক্ষুদ্র নৃ - গোষ্ঠীর শিক্ষার্থীদের নিকট নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে। সকল শিক্ষার্থী, অভিভাবকদের সাস্থবিধি মেনে সকল প্রাথমিক বিদ্যালয়ে এসব বই বিতরণে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
বুধবার (২২ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক শেখ মো: আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনার মধ্যে রয়েছে -
১. প্রাক- প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সকল ছাত্র-ছাত্রীকে প্রচলিত বিদ্যমান শিক্ষাক্রম অনুযায়ী মুদ্রিত চার রঙে ছাপা নতুন পাঠ্যপুস্তক বিনামূল্যে প্রদান করা হবে।
২. ২০২২ শিক্ষাবর্ষে প্রাক -প্রাথমিক শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর জন্য ১টি করে আমার বই এবং ১টি করে অনুশীলন খাতা সরবরাহ করা হবে।
৩. বই বিতরণ এর পূর্বে প্রত্যেকটি বইয়ে সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিস ও বিদ্যালয়ের সিল দিতে হবে। উপজেলা থানা শিক্ষা অফিসের সিল পাঠ্যপুস্তক এর কভারে এবং বিদ্যালয়ের সিল পাঠ্যপুস্তকের দ্বিতীয়/ তৃতীয় পৃষ্ঠায় ব্যবহার করতে হবে। সিলে 'বিনামূল্যে বিতরণকৃত' কথাগুলো উল্লেখ থাকতে হবে।
৪. পাঠ্যপুস্তক গ্রহণকারী শিক্ষার্থীর পিতা/মাতা/অভিভাবকের কাছ থেকে বিদ্যালয় কর্তৃক প্রাপ্তি স্বীকার পত্রে স্বাক্ষর গ্রহণ করতে হবে।
আরো পড়ুন -
- এসএসসি পরীক্ষা - ২০২১ এর ফল প্রকাশের তারিখ ঘোষণা
- জানুয়ারিতে বাড়ছে না ক্লাসের সংখ্যা: শিক্ষামন্ত্রী
৫. মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ লোগো যুক্ত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে।
৬. কোন অবস্থাতেই ২০২১ শিক্ষাবর্ষের প্রাক- প্রাথমিক শ্রেণি, প্রাথমিক স্তর এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উদ্বৃত্ত পাঠ্যপুস্তক বিতরণ করা যাবে না। এমনকি রিপিটাররাও লোগো যুক্ত নতুন বই পাবে।
৭. পাঠ্যপুস্তক গ্রহণ, বিতরণ এবং উদ্বৃত্ত পাঠ্যপুস্তকের হিসাব রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
৮. ৩১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীর মধ্যে পাঠ্যপুস্তকে ১০০% বিতরণ সম্পন্ন করতে হবে এবং নির্ধারিত অনলাইন সফট্ওয়ারে পাঠ্য পুস্তক বিতরণ সম্পন্ন হওয়া সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে হবে।
৯. শিক্ষার্থী/অভিভাবকদের নিকট হতে বই বিতরনের জন্য কোন প্রকার অর্থ আদায় করা যাবে না।
১০. বই বিতরনের সময় সামাজিক/শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কোন রকম জনসমাগম করা যাবে না।
১১. No Mask, No Service নীতি অনুসরণ করতে হবে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং উপস্থিত সকলকেই Mask পরিহিত অবস্থায় বিদ্যালয় আসতে হবে।
- শিক্ষার খবর ডট কম
0 Comments
Do not share any link