সর্বশেষ

6/recent/ticker-posts

ADS

এসএসসি পরীক্ষা - ২০২১ এর ফল প্রকাশের তারিখ ঘোষণা

এসএসসি ও সমমানের পরিক্ষা - ২০২১ এর ফল প্রকাশের তারিখ ঘোষণাঃ 

এসএসসি রেজাল্ট - ২০২১

অনলাইন ডেস্কঃ 

গত ১৪ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় এবং ২৩ নভেম্বর পরীক্ষা শেষ হয়। প্রতিবছর এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হলেও চলতি বছর করোনা মহামারীর কারণে সঠিক সময় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারেনি। সংক্ষিপ্ত সিলেবাসে এইবারের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে পরীক্ষার্থী, অভিভাবক সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছেন এসএসসির ফলাফল কবে বের হবে?

২০২১ সালের এসএসসি রেজাল্ট কবে দিবে, এ ব্যাপারে সর্বশেষ তথ্য জানিয়েছে আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সংশ্লিষ্ট সূত্র। ২০ ডিসেম্বর সোমবার সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে, আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার রেজাল্ট প্রকাশ হতে পারে।

ফলাফল প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ফলাফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে আন্ত:শিক্ষা সমন্বয় বোর্ড। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন ফলাফল প্রকাশ হবে। 

আরো পড়ুন -

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী যেদিন সময় দিবেন সেদিন ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের দিন সকালে ফলাফলের সার সংক্ষেপ তুলে দেওয়া হবে। তারপর প্রধানমন্ত্রী অনুমোদন সাপেক্ষে দুপুরে প্রকাশ করা হবে। 

এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যেই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সেই লক্ষ্যেই সকল শিক্ষাবোর্ড ফলাফল তৈরি কাজ ইতোমধ্যে শেষ করেছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল মোবাইলের এসএমএস এর মাধ্যেমে জানা যাবে অথবা শিক্ষাবোর্ডের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) থেকে জন্য যাবে।

উল্লেখ্য, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Post a Comment

1 Comments

  1. আজকে 24 তারিখ 31 তারিখে রেজাল্ট দিবে,,, টানা হলে 2022 সালের 1 তারিখে

    ReplyDelete

Do not share any link